ফাইল চিত্র- |
সজল দাশগুপ্তঃ ভারতের সঙ্গে বাংলাদেশ আগেভাগে টিকা চুক্তি করে রেখেছিল। এদিকে সারা ভারত জুড়ে সংক্রমণ ঝড়ের বেগে বেড়েই চলেছে দিন দিন। অন্যদিকে ভারতকে না জানিয়ে হঠাৎ এই দেখে হাসিনা সরকার ভাবলো! নিজেদের দেশে যাতে সংক্রমণের আমদানি না হয় ভারত থেকে। তার জন্য দু’সপ্তাহের জন্য ভারত-বাংলাদেশ যাতায়াত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। বিজ্ঞপ্তির সূত্র অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্ত সহ উড়ান পরিষেবা বন্ধ থাকছে। স্বয়ং ঘোষণা করেছেন, বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন।
বর্তমানে ভারতে প্রতিদিন সংক্রমণ সাড়ে ৩ লক্ষ। ইতিমধ্যে বাংলাদেশের এই ঘোষনায় বাংলাদেশ থেকে আসা ভারতে বহু মানুষ ক্ষিপ্ত! তারা সবাই সীমান্তে আটকে। তাদের বক্তব্য হটকারি সিদ্ধান্ত না নিয়ে কমপক্ষে ১-২ দিন সময় দেওয়া উচিত ছিলো হাসিনা সরকারের! এদিকে বাংলাদেশ বিদেশমন্ত্রী মোমেন এও জানিয়েছেন,সীমান্তে মানুষের প্রবেশ বন্ধ থাকলেও, কিন্তু আগের মতো দুই দেশের বৈদাশিক ব্যবসা-বাণিজ্য বজায় থাকবে।
Published on:
26/04/2021 21:23
Published By: BIPRADIP DAS (Editor)
0 Comments: