ফাইল চিত্র - |
সজল দাশগুপ্তঃ শারীরিক অসুস্থতার কারণে ভোট দিতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য। তার বর্তমান শারীরিক পরিস্থিতি একেবারে ভালো নয় সেই কারণে তার চিকিৎসকরা বারণ করেছিলেন তাকে বাইরে গিয়ে ভোট না দেওয়ার জন্য। বর্তমানে নানা শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন মাননীয় প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তীব্র শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন তিনি। মাঝে মাঝে তার অক্সিজেন এর দরকার হয়।
এসব কারণের জন্য চিকিৎসকরা তাকে বারণ করেছিলেন বাইরে গিয়ে ভোট না দেওয়ার জন্য। বর্তমানে করোনা পরিস্থিতি এর জন্য একেবারে সমুচিন নয় তার বাইরে বেরোনো।নির্বাচন কমিশন থেকে অবশ্যই জানানো হয়েছিল ইচ্ছা করলে তিনি বাড়িতে বসেই করতে পারবেন। কিন্তু তিনি স্পষ্ট না জানিয়ে দেন, 2019 সালের লোকসভা নির্বাচনে শারীরিক অসুস্থতার কারণে তিনি ভোট দিতে পারেননি। এবারও শারীরিক অসুস্থতার কারণে বিধানসভা নির্বাচনের ভোট দিতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
- Published on:
- 26/04/2021 20:48
- Published By: BIPRADIP DAS (Editor)
0 Comments: