শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

উচ্চ শিক্ষিত দুই মুসলিম যুবককে বাসন্তি পূজা মন্ডপে সংবর্ধনা | সম্প্রতির নজির

উচ্চ শিক্ষিত দুই মুসলিম যুবককে বাসন্তি পূজা মন্ডপে সংবর্ধনা
 দুই শিক্ষিত মুসলিম যুবককে বাসন্তি পূজার সংবর্ধনা

সজল দাশগুপ্তঃ পুজোতে সর্বধর্ম মিলে মিলন উৎসবে নজির স্থাপন করলেন জলপাইগুড়ির দশদরগার দেবনাথ পরিবার। বাসন্তী পুজোতে সংবর্ধনা দেওয়া হলো রিয়াদ আজম ও হায়দার আলি নামে দুই উচ্চ শিক্ষিত মুসলিম যুবকে। দশদরগা এলাকার জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথের উদ্যোগে নিজবাসভবনে বাসন্তী পুজো উপলক্ষে দুই সম্পদায়ের উচ্চ শিক্ষিত যুবককে সংবর্ধনা দিয়ে নজির গড়লেন দুলালবাবু। দুলাল বাবু জানান দুই যুবক জলপাইগুড়ির গর্ব। দুইজনে গবেষণা করছে। তাই আমরা পূজা মন্ডপে সংবর্ধনা দিলাম। অন্যদিকে দুই যুবকই এভাবে সংবর্ধিত হয়ে খুশি। তারা জানান সত্যি খুব ভালো লাগছে। বলেন ধর্মের মধ্যে মানবতা বেঁচে থাকুক।

Published on:

23/04/2021 09:53

Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: