বুধবার, ২১ এপ্রিল, ২০২১

করোনা আক্রান্ত হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী

করোনা আক্রান্ত হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী
চিত্রঃ করোনা আক্রান্ত হলেন সুজন চক্রবর্তী

সজল দাশগুপ্তঃ এবার করোনা আক্রান্ত হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, মঙ্গলবার রাতে তার শরীরে মৃত উপসর্গ দেখা দেওয়ার পরে একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সুজন চক্রবর্তীর বুকে স্ক্যান করা হয়েছে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত 2021 বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়ে তিনি দাঁড়িয়েছেন। 

গত 10 এপ্রিল চতুর্থ দফার ভোটে যাদবপুর কেন্দ্রের ভোট গ্রহণ হয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসের সুজন বাবুর ড্রাইভার করোনা আক্রান্ত হয়ে পড়ার কারণে অনেকদিন সেভ হোম আইসোলেশন এ ছিলেন। সেই সময় সুজন বাবু এর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। সম্প্রতি একের পর এক প্রার্থীরা করোনা আক্রান্ত হয়ে পড়ছেন, কয়েকজন প্রার্থীর করোনা আক্রান্ত হওয়ার কারণে মৃত্যু হয়েছে।

Published on:

21/04/2021 12:07

Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: