বুধবার, ১২ মে, ২০২১

ভারতে এখন পচা গলা মৃতদেহ গঙ্গা নদীতে ভাসছে

ভারতে-এখন-পচা-গলা-মৃতদেহ-গঙ্গা-নদীতে-ভাসছে
ফাইল চিত্র- 

সজল দাশগুপ্তঃ গঙ্গা নদীতে ভাসছে পচা গলা মৃতদেহ, নদীর পাড়ে এসে তা স্তূপাকারে জমা হচ্ছে এমন ঘটনা ঘটেছে বিহারের বক্সারে সোমবার দিন। একই ঘটনার পুনরাবৃত্তি হলো মঙ্গলবার দিন উত্তরপ্রদেশের গাজীপুরে। মঙ্গলবার সকালে গাজীপুরের গঙ্গাতে পচা গলা মৃতদেহ দেখতে পান স্থানীয় এলাকার বাসিন্দারা। এরপর তারা সাথে সাথে নিকটস্থ পুলিশ থানায় খবর দেন। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। 

প্রতিদিন  করণা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে, সৎকারের জন্য পর্যাপ্ত জ্বালানি কাঠ  পাওয়া যাচ্ছে না। স্থানীয় এলাকার মানুষেরা আশঙ্কা করছেন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার পর তা গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ প্রতিনিধির একটি দল। গাজীপুরে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত অবশ্যই করা হবে।

  • Published on
  • 12/05/2021 10:37
  • Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: