বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

আগামী ১লা জুন থেকে "দুয়ারে রেশন" প্রকল্প চালু হবে!

আগামী ১লা জুন থেকে "দুয়ারে রেশন" প্রকল্প চালু হবে!
ফাইল চিত্র- 

সজল দাশগুপ্তঃ নির্বাচনের আগে মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন "আমি জিতলে আজীবন রেশন ফ্রি দেবো"! আর সেই প্রতিশ্রুতি মতো আগামী ১লা জুন থেকে "দুয়ারে রেশন" প্রকল্প চালু হবে! বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রি। এবং পাশাপাশি প্রতিটি মা এরা পাবেন ৫০০ টাকা করে কিন্তু যারা S.C এবং S.T তারা পাবেন ১০০০ হাজার টাকা করে। রাজ্যের ২২টি জেলায় ২২টি রেশনের দোকানকে বেছে নেওয়া হয়েছে। শহরেও চলবে প্রকল্পটি। শহরাঞ্চলের ৬টি দোকানকে বেছে নেওয়া হয়েছে। তারা বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজ করবে।

  • Published on:
  • 20/05/2021 21:46
  • Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: