ফাইল চিত্র- |
সজল দাশগুপ্তঃ গত ২ মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর গতকালই রাজভবনে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তাফা দিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে নতুন সরকার গঠনের দাবি জানিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালই সকাল ১১ টায় টানা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনেই হবে এই শপথগ্রহণ অনুষ্ঠান । তবে করোনা সংক্রমণের কারণে অনাড়ম্বর ভাবেই হবে শপথ গ্রহণের অনুষ্ঠান । করোনা বিধির কারণেই সীমিত সংখ্যাক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে অমন্ত্রিতের তালিকায় থাকছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরিভ গঙ্গোপাধ্যায়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, মনোজ টিজ্ঞা সহ আরও কিছু বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পরের দিন, অর্থাৎ ৬ মে, রাজ্য মন্ত্রীসভার জন্য মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
Published on:
05/05/2021 09:34
Published By: BIPRADIP DAS (Editor)
0 Comments: