ফাইল চিত্র- |
সজল দাশগুপ্তঃ রাজ্য সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছিল জুন মাসে মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পরীক্ষা হবেনা। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তা আগেই জানিয়ে দিয়েছিলন। লক্ষাধিক ছাত্রছাত্রীদের একটাই প্রশ্ন মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার কি হবে? এই করোনার সংকট পরিস্থিতে! বৃহস্পতিবার অথাৎ আজ জানাবেন সেই ভবিষৎ নিয়ে নতুন ঘোষণা। ব্রাত্য বসু রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন।
জানা যায়, করোনা মুক্ত হবার পর অথাৎ আজ দফতরে গিয়েই ঘোষণা করবেন। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিদের বৈকাল চারটায় আসতে বলা হয়েছে দফতরে। সূত্রের খবর, এছাড়াও এখন পর্যন্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সভাপতিদের পক্ষ থেকে তার রিপোর্ট নিয়ে আসতে বলা হয়েছে। জানা যায়, এই বৈঠকে থাকবেন স্কুলশিক্ষা কমিশনার এবং স্কুল শিক্ষা সচিব।
- Published on:
- 20/05/2021 09:20
- Published By: BIPRADIP DAS (Editor)
Categories:
শিক্ষা
0 Comments: