মঙ্গলবার, ১ জুন, ২০২১

কোলকাতায় বৌকে হারিয়ে মানসিক অসস্তিতে জলপাইগুড়ির এক যুবক

কোলকাতায় বৌকে হারিয়ে মানসিক অসস্তিতে জলপাইগুড়ির এক যুবক
ফাইল চিত্র- 

সজল দাশগুপ্তঃ কোলকাতায় বৌকে হারিয়ে মানসিক অসস্তিতে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের সোনাখালীর  বাচ্চু মহম্মদ।জটিল রোগে আক্রান্ত স্ত্রী রাবেয়া।কলকাতা ভেলভিউ ক্লিনিকের চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চলছিল তার।বেশ কিছু টেস্ট বাকি সেই মতো গত ২০তারিখ কোলকাতা পৌছে জানতে পারেন লকডাউনের কারণে অনুপস্থিত রয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।অগত্যা পুরোনো প্রেসক্রিপশনে ওষুধ কিনে ঘরে ফেরার তাগিতে শিয়ালদা  স্টেশনে পৌঁছন তারা।টিকিট কেটে বৌকে রেখে জল আনতে গিয়ে ফিরে দেখেন বৌ নেই।এদিকে প্ল্যাটফর্মে যথা সময়ে পৌছে যায় উত্তর বঙ্গ এক্সপ্রেস।

স্ত্রীর খোঁজে ট্রেনে উঠে খোঁজ চালিয়েও মেলেনি স্ত্রীর দেখা। কয়েক স্টেশন পর নেমে ফের ফিরে যান শিয়ালদা স্টেশনে। কিন্তু সেখানে পৌঁছেলেও  যথাযোগ্য প্রমাণ ছাড়া অভিযোগ নেয়নি রেলওয়ে পুলিশ।উপায় না পেয়ে অবশেষে বাড়ি ফিরে যাবতীয় কাগজ পত্র নিয়ে ফের কোলকাতা ছুটেন অভিযোগ জমা করতে।এবারে অভিযোগ নেন রেল কর্তৃপক্ষ।শুরু হয় তদন্ত সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা যায়  স্টেশন ছেড়ে বেড়িয়ে যাচ্ছেন রাবেয়া। ঘটনা উপলব্ধি করে রেল কর্তৃপক্ষের তরফে নিখোঁজের খোঁজ পেতে যাবতীয় সাহায্যের আশ্বাস দেওয়া হলেও অসুস্থ স্ত্রীর চিন্তায় অজানা আতঙ্কে রাতের ঘুম উড়েছে বাচ্চু মহম্মদের।তাকিয়ে রয়েছেন স্ত্রীর ফিরে আসার পথ চেয়ে।


  • Published on:
  • 01/06/2021 15:12
  • Published By: BIPRADIP DAS (Editor) 

Share This

0 Comments: