ফাইল চিত্র- |
সজল দাশগুপ্তঃ করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ এর শেষ পর্যায়ে চলছে। তৃতীয় ঢেউ আসার অপেক্ষায় গোটা বিশ্ব যার জন্য আতঙ্কিত হয়ে রয়েছে। করোনা মহামারী দেড় বছর অতিক্রম হয়ে গেল বিতর্ক এখনো থামেনি। এই প্রসঙ্গে চীন বারবার অভিযোগ উড়িয়ে দিয়েছে উহান ল্যাব থেকে করোনাভাইরাস ছড়ায়নি। কিন্তু আমেরিকা প্রতিবার চীনের দিকে অভিযোগের তীর উঠিয়েছেন। এই প্রসঙ্গে চীনের উহান ল্যাবে একটি বাদুরের ভিডিও কে কেন্দ্র করে আরো বিতর্ক ছড়িয়েছে। বেশিরভাগ বিশেষজ্ঞ জানিয়েছেন বাদুর হলো করোনাভাইরাস এর উৎস। বাদুরের থেকেই মানুষের দেহে করোনাভাইরাস ছড়িয়েছে এমনটাই দাবি করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন পরীক্ষা-নিরীক্ষা করার জন্য উহান ল্যাব এ বাদুর আছে। চীন যতই প্রসঙ্গ এড়িয়ে যাক কিন্তু উহান ল্যাব এ বাদুরের ভিডিও বিতর্ক উস্কে দিয়েছে।
- Published on:
- 16/06/2021 17:50
- Published By: BIPRADIP DAS (Editor)
Categories:
আন্তর্জাতিক
করোনা সংবাদ
0 Comments: