ফাইল চিত্র- |
৭ -ই জুন ২০২১সাং সোমবার-(মেষ রাশি): অসুস্থতা থেকে পরিত্রাণের সম্ভাবনা রয়েছে। বৃষ রাশি প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে , খুচরো এবং পাইকারি ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। মিথুন রাশি আপনার বাবার কোনো পরামর্শ তে আপনি উপকৃত হতে পারেন।
কর্কট রাশিঃ আপনার ব্যবসা যাতে শ্রীবৃদ্ধি হয় তার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কর্কট রাশি স্বাস্থ্য বিষয়ে একদম অবহেলা করবেন না। তুলা রাশি আপনার কর্ম ক্ষেত্রে প্রশংসা পেতে পারেন।
বৃশ্চিক রাশিঃ স্ত্রীর দেওয়া চাপে আপনার শারীরিক কষ্ট বাড়তে পারে। ধনু রাশি অস্থাবর সম্পত্তি চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মকর রাশিঃ অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার জন্য আপনার শারীরিক বিকাশ ঘটতে পারে। কুম্ভ রাশি কঠোর পরিশ্রমের ফলে কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে।
মীন রাশিঃ মেধা শক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রে আজকের দিনটি আদর্শ। উবাচ মানুষ নিজের ভাগ্য অনেক ক্ষেত্রে নিজেই তৈরি করে, কর্মের উপর অনেক ক্ষেত্রে ভাগ্য নির্ভরশীল হয়। ভালো কর্ম করলে আয় উন্নতি ঘটে, খারাপ কর্ম করলে সৌভাগ্য হানি হয়।
- Published on:
- 07/06/2021 12:00
- Published By: BIPRADIP DAS (Editor)
0 Comments: