ফাইল চিত্র- |
সজল দাশগুপ্তঃ বুধবার দিন দুপুরে শিলিগুড়ি পুরো নিগমের প্রশাসক গৌতম দেবের সাথে দেখা করলেন ডাব গ্রাম ফুলবাড়ী কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জী এবং শিলিগুড়ি কেন্দ্রের বিধায়ক শংকর ঘোষ। গৌতম দেবের সাথে সাক্ষাৎ করে প্রথমেই দুজনে খবর নেন শিলিগুড়ি পুরো নিগমের প্রশাসকের শরীর স্বাস্থ্যের। বৈঠক শেষে শংকর ঘোষ জানান আমরা বিধায়ক সাধারণ মানুষের কাছে বাঁধা আছি। তিনি আরো জানান শহরের কিছু সমস্যা এবং কিছু পরিকল্পনা নিয়ে তাদের সাথে প্রশাসক গৌতম দেবের কথা হয়। এই ব্যাপার গৌতম দেব জানান মূলত মহানন্দা অ্যাকশন প্ল্যান, শহরের জলমগ্নতা এইসব ব্যাপারে আলোচনা করা হয়েছে। গৌতম দেব জানিয়েছেন অল্প কিছুদিনের জন্য প্রশাসক পদে রয়েছেন তাই সীমিত ক্ষমতার মধ্যে শহরের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন।
- Published on:
- 09/06/2021 23:40
- Published By: BIPRADIP DAS (Editor)
Categories:
শিলিগুড়ি
0 Comments: