সোমবার, ১৪ জুন, ২০২১

নিউটাউন কাণ্ডঃ পরিবারের হাতে তুলে দেওয়া হল দেহ

নিউটাউন কাণ্ডঃ পরিবারের হাতে তুলে দেওয়া হল দেহ
ফাইল চিত্র- 


সজল দাশগুপ্তঃ নিউটাউন কাণ্ডে এনকাউন্টার খতম কুখ্যাত গ্যাংস্টার জয়পাল সিং ভাল্লারের মৃতদেহ শনিবার দিন সকালে তার পরিবারের হাতে তুলে দেওয়া হল। বিশেষ সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুরে তার পরিবারের সদস্যরা দমদম বিমানবন্দর থেকে বিমানে করে তার মৃতদেহ নিয়ে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হবেন। গত বুধবার নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে রাজ্য পুলিশের এস.টি.ফ এর গুলিতে খতম হয় পাঞ্জাবের দুই জন কুখ্যাত গ্যাংস্টার জয়পাল সিং ভাল্লার ও যশপ্রিত সিং। এরপর বৃহস্পতিবার দিন কলকাতায় চলে আসেন ছেলের মৃতদেহ নিতে জয়পাল সিং এর বাবা পাঞ্জাবের প্রাক্তন পুলিশকর্মী ভূপেন্দ্র সিং ও আরো কিছু পরিবারের সদস্যরা। আইনি জটিলতার কারণে ভূপেন্দ্র সিং এর হতে তার ছেলের মৃতদেহ তুলে দেওয়া সম্ভব হয়নি। এরপর শনিবার সকালে সমস্ত আইনি জটিলতা কাটিয়ে সকাল সাতটা নাগাদ আরজিকর মর্গ থেকে ছেলের মৃতদেহ নিয়ে নটা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছান ভূপেন্দ্র সিং ও অন্যান্য পরিবারের সদস্যরা। বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে শনিবার দুপুর দুটো নাগাদ ভূপেন্দ্র সিং তার ছেলের মৃতদেহ নিয়ে দমদম বিমানবন্দর থেকে বিমানে করে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেবেন।

  • Published on: 
  • 13/06/2021 23:48
  • Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: