ফাইল চিত্র- |
সজল দাশগুপ্তঃ বন্ধুত্ব শব্দটা ছোট কিন্তু এর গভীরতা অনেক বেশি। হাজারো ঝামেলা, জটিল পরিস্থিতির মধ্যে বন্ধুই বন্ধু এর মুখে হাসি ফোটাতে পারে। জীবনের দুঃখ কষ্ট গুলো বন্ধু সবথেকে বেশি ভাগ করে নিতে পারে। মঙ্গলবার 8 ই জুন বেস্ট ফ্রেন্ড ডে । 1936 সালে আমেরিকার প্রথম বেস্ট ফ্রেন্ড ডে পালিত হয়। সেই শুরু তারপর থেকে প্রতিবছর 8 জুন গোটা বিশ্বে বেস্ট ফ্রেন্ড ডে পালিত হচ্ছে। বেস্ট ফ্রেন্ড আক্ষরিক অর্থ সবথেকে প্রিয় বন্ধু যাকে নির্দ্বিধায় মনের সমস্ত কথা বলা যায়, মনের সমস্ত কষ্ট গুলো বলে শান্তি পাওয়া যায়। তবে বেস্ট ফ্রেন্ড একজনই হবে এমনটা নয় একের বেশি ও একজন মানুষের জীবনে বেস্ট ফ্রেন্ড থাকতে পারে। আজকের দিনটি মেসেজ করার দিন নয় , হোয়াটসঅ্যাপে হাই হ্যালো করার দিন নয়। আজকের দিনটি নিজের প্রিয় বন্ধুর সাথে সাক্ষাৎ করে পুরনো স্মৃতি রোমন্থন করা একসঙ্গে অনেক খানি সময় কাটানোর দিন।
- Published on
- 08/06/2021 17:43
- Published By: BIPRADIP DAS (Editor)
Categories:
অফবিট
0 Comments: