মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট আজ- ফাইল চিত্র |
নিজস্ব সংবাদদাতাঃ করোনা আবহে এবার মাধ্যমিক পরীক্ষা হয়নি এদিকে পরীক্ষার্থীদের বিগত পরীক্ষার মূল্যায়ণের ভিত্তিতে এবারে ফল প্রকাশ করা হল। আর তাতেই ১০০ শতাংশ পাসের এফেক্ট! এবারে রাজ্যের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯ জন তার মধ্যে ৭৯ জন পেয়েছেন সর্বোচ্চ ৬৯৭ নম্বর, কিন্তু গতবছর মাধ্যমিকে পাসের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছে।wbbse.org এবং wbresults.nic.in থেকে পড়ুয়ারা নিজেদের ফলাফল জানতে পারবেন। রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় মাধ্যমিক-ফল প্রকাশ করলেন।
- Published on:
- 20/07/2021 10:31
- Published By: BIPRADIP DAS (Editor)
Categories:
#মাধ্যমিক পরীক্ষা
0 Comments: