তালিবান জঙ্গি |
নিজস্ব সংবাদঃ নয়াদিল্লীকে চটাতে চায়না তালিবান। আফগানিস্তানের উন্নয়নে বিগত ২০ বছরে স্কুল, কলেজ, সংসদ ভবন নির্মাণ সহ রাস্তাঘাট তৈরির বহু কাজ করেছে ভারত সরকার। কিন্তু বিগত কয়েকদিন যুদ্ধের ফলে আফগানে তালিবানি জঙ্গির শাসন কায়েম হতেই আফগানিস্তানের প্রতি ভারত যে এত বিনিয়োগ করেছে তার বাকি কাজ অনিশ্চিত হয়ে যাবে এমনটাই ধারণা করেছিলো ভারত কিন্তু আজ ফের তালিবান জানিয়ে দেয় ভারত ইচ্ছা করলে আবার তাদের বাকি থাকা উন্নয়ন মূলক কাজ শুরু করে দিতে পারে।
- Published on:
- 17/08/2021 16:26
- Published By: BIPRADIP DAS (Editor)
Categories:
আফগানিস্তান
তালিবান
0 Comments: