শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটালেন আনীত থাপা

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটালেন আনীত থাপা
আনীত থাপা


সজল দাশগুপ্তঃ সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটালেন আনীত থাপা নিজেই। শুক্রবার দিন তিনি একটি ভিডিওতে বার্তা দেন আগামী 9 সেপ্টেম্বর তিনি পাহাড়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করবেন। তাই পাহাড়ের সমস্ত মানুষকে ঐদিন সভাতে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। প্রসঙ্গত পাহাড়ের রাজনৈতিক দিকে নতুন করে যে সমীকরণ তৈরি হবে যা বলা বাহুল্য। একসময় সুভাষ ঘিসিং  ছিলেন পাহাড়ের শেষ কথা। তারপর আত্মপ্রকাশ ঘটে বিমল গুরুংয়ের। বিমল গুরুংয়ের নেতৃত্বে গোর্খা জনমুক্তি মোর্চা এক সময় পাহাড়ে রাজ করে ছিল। এরপর 2017 সালে বিমল গুরুং বিভিন্ন কারণবশত নিজেকে আত্মগোপন করে নেন। 

National Computer Training Institute(NCTI)

তারপর বিমল গুরুংয়ের ছায়াসঙ্গী বিনয় তামাং ও আনীত থাপা গোর্খা জনমুক্তি মোর্চার সমস্ত দায়িত্ব সামলান। কিছুদিন আগে বিনয় তামাং দল ছেড়েছেন। তারপরে এই প্রসঙ্গে খবর পাওয়া গিয়েছে তিনি রীতিমতো যোগাযোগ রাখছেন বিমল গুরুংয়ের সাথে। বিমল গুরুংয়ের দিকে তার যাবার সম্ভাবনা সবথেকে বেশি। অপরদিকে অনেক থাপা শুক্রবার দিন ঘোষণা করে দিলেন আগামী 9 সেপ্টেম্বর পাহাড়ে তিনি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাবেন। তিনি অনুরোধ করেছেন খেলোয়াড় থেকে বুদ্ধিজীবী সকলে যেন ঐদিন সভায় উপস্থিত থাকেন।

  • Published on:
  • 27/08/2021 17:59
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: