সংগ্রহীত |
সজল দাশগুপ্তঃ মোবাইলে পাবজি গেম খেলতে ব্যস্ত ছেলে। পড়া বাদ দিয়ে পাবজি গেম খেলার জন্য বকাবকি করেছিলেন বাবা । আর তারই জেরে অভিমান করে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হল ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা শহরের বালুরচর এলাকায়। অগ্নিদগ্ধ অবস্থায় ওই ছাত্রকে রাতেই মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে , চিকিৎসকরা তার মৃত্যুর কথা জানিয়ে দেন পরিবারের লোকেদের। এই ঘটনায় ওই মৃত ছাত্রের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
- Published on
- 27/08/2021 18:07
- Published By: BIPRADIP DAS (Editor)
Categories:
মালদা
0 Comments: