শনিবার, ২৮ আগস্ট, ২০২১

Kabul: এয়ার স্ট্রাইক চালালো আমেরিকা, খতম বহু জঙ্গি

Kabul: এয়ার স্ট্রাইক চালালো আমেরিকা, খতম বহু জঙ্গি
প্রতিকি ছবি 


ওয়াশিংটনঃ তালিবান জঙ্গি আফগানিস্তান বন্দুকের জোরে দখলের পর এই প্রথম মার্কিন বাহিনী হামলা চালাল। এয়ার স্ট্রাইক চালালো মার্কিন সেনা। ইসলামিক স্টেট -এর উপর বদলা নিলো আমেরিকা। কথা রাখল মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বলেই দিয়েছিল। আমরা কিছু ভুলব না। আমরা সঠিক সময়ে-সঠিক স্থানে এর বদলা নেব। যারা সেদিন পরপর ৩ টে হামলা চালিয়েছিল তাদের খতম করা গেছে এমনটাই জানাল মার্কিন সেনা। বর্তমানে প্রায় এক হাজার মতো মার্কিনবাসী আফগানিস্তানে আছেন। তাদের আগামী ৩১ অগস্ট আগেই তাদের উদ্ধার করে আনা হবে।

National Computer Training Institute(NCTI)
  • Published on:
  • 28/08/2021 09:39  
  • Published By: BIPRADIP DAS (Editor)

Share This

0 Comments: