প্রতিকি ছবি |
ওয়াশিংটনঃ তালিবান জঙ্গি আফগানিস্তান বন্দুকের জোরে দখলের পর এই প্রথম মার্কিন বাহিনী হামলা চালাল। এয়ার স্ট্রাইক চালালো মার্কিন সেনা। ইসলামিক স্টেট -এর উপর বদলা নিলো আমেরিকা। কথা রাখল মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বলেই দিয়েছিল। আমরা কিছু ভুলব না। আমরা সঠিক সময়ে-সঠিক স্থানে এর বদলা নেব। যারা সেদিন পরপর ৩ টে হামলা চালিয়েছিল তাদের খতম করা গেছে এমনটাই জানাল মার্কিন সেনা। বর্তমানে প্রায় এক হাজার মতো মার্কিনবাসী আফগানিস্তানে আছেন। তাদের আগামী ৩১ অগস্ট আগেই তাদের উদ্ধার করে আনা হবে।
- Published on:
- 28/08/2021 09:39
- Published By: BIPRADIP DAS (Editor)
Categories:
তালিবান
0 Comments: