বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

Pakistan: কাশ্মীর দখলের 'দিবাস্বপ্ন' পাকিস্তানের, তালিবান জঙ্গি মদতে!

Pakistan: কাশ্মীর দখলের 'দিবাস্বপ্ন' পাকিস্তানের, তালিবান জঙ্গি মদতে!
সংগ্রহীত 


নিজস্ব সংবাদঃ পাকিস্তান মানসিক শান্তি খুজতে নিজেদের মানচিত্রে জম্মু,কাশ্মীর, লাদাখ, গুজরাটের জুনাগর ভারতের এই তিনটি জায়গা। কিন্তু আন্তর্জাতিক অনুমোদন লাগে এসব ব্যাপারে। নিজেদের মানচিত্রে ইচ্ছা হলো আর অন্যের দেশের কোনো ভূখণ্ড নিজেদের বলে চালিয়ে দিলাম এমনটা তো এখন হয়না। আসলে, পাকিস্তানের নির্বাচন আসলেই প্রধানমন্ত্রী ইমরান খান এমন ছেলে মানুষি ভান করেন! উনি নিজেও জানেন কাশ্মীর বা লাদাখ ভারত থেকে কেড়ে আনা এসব দিবা-রাত্রি স্বপ্ন। 

কিন্তু ভোট যে বর বালাই।  এদিকে হাস্যকর হিসেবে, ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান স্বামীকে ব্যঙ্গ স্বরে বললেন, "শুধু কাশ্মীর কেন, আমি তো দিল্লিও চাই। পাকিস্তান মানচিত্রে শুধু কাশ্মীর, লাদাখ অন্তর্ভুক্ত করে থেমে গেল কেন! ভারতের রাজধানী দিল্লিও দাবি করতে পারত।" বর্তমানে আফগানিস্তান তালিবান জঙ্গি বন্দুকের নলের জোরে দখল করে। এদিকে পাকিস্তান মদত পুষ্ট জঙ্গি সংগঠন আল-কায়দা তালিবানকে উস্কে দিচ্ছে "ইসলাম বিরোধী হওয়া কাশ্মীর মুক্তিতে"। এছাড়াও, দাবি করে প্যালেস্টাইন, লেভান্ত, সোমালিয়া, ইয়েমেনকেও 'মুক্ত' করতে হবে। 

  • Published on:
  • 02/09/2021 10:32
  • Published By: BIPRADIP DAS (Editor)

Share This

0 Comments: