ইমরান খান |
নিজস্ব সংবাদঃ এবার পাক প্রধানমন্ত্রীকে তোতাপাখি বলে কটাক্ষ করলো তালিবান। এদিকে আফগানিস্তানের সরকার গঠন নিয়ে এখনও জট কাটেনি। তালিবান নিজেদের মধ্যেই শক্তির ভাগাভাগির হিসাব কষছে। ইমরান খান সাফ জানায়, আফগানিস্তানে কারোর হাতের পুতুল বা তোতাপাখির মতো সরকারকে আফগানের সাধারণ মানুষ সমর্থন করবে না। এমন সরকার যদি তৈরি হয় সেটা হবে আফগানিস্তানের সাধারণ মানুষের অপমান। তাহলে তাঁরা এমন সরকারকে মানবে না।” পাক প্রধানমন্ত্রীর এহেন বক্তব্য শুনে তালিবানের মুখপাত্র সাংবাদিক বৈঠকে জানায়, ”পাক প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে স্বতন্ত্র সরকার চাইছেন। অথচ, এদিকে পাকিস্তান নিজেই চরম বিপদে। ইমরান নিজেই একজন নির্বাচিত প্রধানমন্ত্রী নন দেশের, পাকিস্তানের ইমরান সরকার আসলে সেনার দ্বারা পরিচালিত এক তোতাপাখি।”
- Published on:
- 25/09/2021 20:59
- Published By: Bipradip Das (Editor)
0 Comments: