বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

Maynaguri: মমতার কড়া নির্দেশে বালু অভিযানে নামলো পুলিশ

মমতার কড়া নির্দেশে বালু অভিযানে নামলো পুলিশ
বালু ভর্তি উদ্ধার ট্রাক 

সজল দাশগুপ্তঃ বালু পাচারের বিরুদ্ধে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ জারির পর। বুধবার অবৈধ বালু পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে নামল ময়নাগুড়ি থানার পুলিশ এবং ময়নাগুড়ির ভূমি রাজস্ব দপ্তর। বুধবার ময়নাগুড়ি রামশাই, পানবাড়ি, জল্পেশ এবং ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চরটি লরি ও ঐকটি ট্রাক্টর সহ দুজনকে আটক করল ময়নাগুড়ি থানার পুলিশ। 

গত মঙ্গলবার ময়নাগুড়ির  ভুক্সাডাঙ্গা গ্রামে পুলিশের অভিযান চলে। অভিযান চালিয়ে একটি ট্রাক ও দুটি ট্রাক্টর পুলিশ বাজেয়াপ্ত করে এবং একজনকে গ্রেফতার করে। বুধবার দুপুরে ফের  ময়নাগুড়ি রামসাই এলাকা সহ ময়নাগুড়ির বিভিন্ন জায়গায় অভিযান চালায় ময়নাগুড়ির থানার পুলিশ এবং ব্লক ভূমি রাজস্ব দপ্তর। পুলিশ আসার, আভাস পেয়ে বালি বোঝাই ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায় বালি কারবারিরা।  পরবর্তীতে ময়নাগুড়ি থানার পুলিশ সেই এলাকা থেকে বেশ দুটি বালু বোঝাই ট্রাক্টর আটক করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, অবৈধ বালি কারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।

  • Published on:
  • 01/09/2021 16:23
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: