তালিবান বাহিনী |
নিজস্ব সংবাদঃ এবার তালিবান যৌন কর্মীদের খুঁজে বের করার কাজ করছে পর্নো সাইট ঘেঁটে। এবং তাদের খুঁজে বের করে খুন করা হবে। তালিবানদের আগাগোড়া সাফ কথা আফগানিস্তানের নারীদের অধিকার রক্ষা করা হবে 'ইসলামিক শরিয়ৎ আইন' মেনে। এদিকে তালিবান দাবি, এবার পঞ্জশির উপত্যকা তালিবানের দখলে এসেছে, তালিবান সরকার গঠন করতে পাকিস্তান সাহায্য করছে বলে জানা যায়।
- Published on:
- 04/09/2021 16:46
- Published By: BIPRADIP DAS (Editor)
Categories:
আফগানিস্তান
তালিবান
0 Comments: