মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

জাতীয় পশু দিবস উপলক্ষে তন্ময় ঘোষের সামাজিক নিদান

জাতীয় পশু দিবস উপলক্ষে  তন্ময় ঘোষের সামাজিক নিদান
নিজস্ব চিত্র- 

নিউজ ভারত বাংলাঃ গতকাল অর্থাৎ ৪-ই অক্টোবর ছিল জাতীয় পশু দিবস। আর দিবস উপলক্ষে কৃষ্ণনগর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় ঘোষ এর নেতৃত্বে পথচলতি কিছু সারমেয় ও গবাদি পশুদের মধ্যে সামান্য খাবার বিলি করা হয়। কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির তন্ময় ঘোষ জানিয়েছেন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পশুদের অবদান অনস্বীকার্য। তথা এই পশুদের থেকে মানবজাতি অনেক উপকৃত হয় প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে। তাই এই একটি দিন ওদের সাথে কাটানো এবং সমাজের কাছে বাধা দেওয়া ওষুধের অবহেলা নয় ওদের যত্ন নিন।

  • Published on:
  • 05/10/2021 16:49
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: