দিলীপ ঘোষ ও অভিষেক ব্যানার্জি |
ওয়েব ডেস্কঃ আজ আগরতলায় পৌঁছে গিয়েছেন অভিষেক ব্যানার্জি। অন্যদিকে সায়নী ঘোষকে গেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। বিপ্লব দেবের সরকার পদযাত্রা করার অনুমতি দেয়নি অভিষেককে। এই উত্তপ্ত ঘটনা প্রসঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আক্রমণ করে জানায় ‘মাথায় দু’টো ইট পড়েছে তা নিয়েই সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। আর দু’টো ইট পড়লে তো রাষ্ট্রপুঞ্জে ছুটে যাবে।’ আর অভিষেককে ‘কেন অনুমতি দেওয়া হয়নি তা সেখানকার সরকার বলতে পারবে। পশ্চিমবঙ্গে তো তৃণমূল পথসভার অনুমতিও দেয় না। রাজ্যে ক্রিকেট স্টেডিয়ামে ৫০ হাজার লোক হচ্ছে। কিন্তু আমরা মিছিল করতে চাইলে ওনার আপত্তি। সারা দেশে গণতন্ত্র এক হওয়া উচিত।’
Published By: Bipradip Das
Categories:
ত্রিপুরা রাজ্য
পশ্চিমবঙ্গ রাজ্য
0 Comments: