বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

এবার ওপার বাংলাতেও করোনা ভ্যাক্সিন তৈরি হবে

এবার ওপার বাংলাতেও করোনা ভ্যাক্সিন তৈরি হবে
শেখ হাসিনা

বাংলাদেশঃ এবার ওপার বাংলাতেও করোনা ভ্যাক্সিন তৈরি হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়ে দেশটি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা গত সোমবার জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের এক সাধারণ আলোচনায় অংশ নিয়ে বলেন, এও বলেন ভ্যাকসিন তৈরির যে বাধাগুলো আছে আমাদের। সেগুলো আপনাদের সরিয়ে দিতে হবে। এটি জনগণের প্রাপ্য জিনিস। জনগণের সম্পদ হিসেবে দিতে হবে। আমরা টিকা উৎপাদনের ল্যাব তৈরির জন্য জায়গাও কিনে রাখা হয়েছে। সারাবিশ্বের কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে দূরে থাকতে না পারে। আমাদের সুযোগ দিলে আমরা উৎপাদন করব।

  • Updated on: 17/11/2021, 12:38PM 
  • Published By: Bipradip Das


Share This

0 Comments: