শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

সত্যি কথাটা অনেকদিন পর তথাগত বাবু জানালেন: ফিরহাদ হাকিম

সত্যি কথাটা অনেকদিন পর তথাগত বাবু জানালেন: ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম

নিজস্ব সংবাদঃ রাজ্য বিজেপিতে আমূল সংস্করণ না হলে পশ্চিমবঙ্গে বিজেপি আগামী দিনে বিলুপ্তি অবশ্যম্ভাবী এমনটাই বলেছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথাগত রায়। টুইটারে এহেন মন্তব্যের প্রসঙ্গে তৃণমূল সরকারের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "তথাগত রায় নিজের বক্তব্য পরিবর্তন করুক না করুক! যে দিন থেকে পশ্চিমবঙ্গের হাওয়া না বুঝে মানুষের সেন্টিমেন্ট না বুঝে সাম্প্রদায়িকভাবে ভাগ করার চেষ্টা করেছে সেদিনই বিজেপি অবলুপ্তির পথে চলে গিয়েছে৷ যে ভাষায় বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কথা বলেছেন তাঁদের অন্যান্য নেতারা ব্যক্তিগত অপমান করেছেন সেই দিন মানুষ বুঝে গিয়েছে বিজেপি বাংলার দল নয়৷ বিজেপি অবলুপ্তির পথে চলে গিয়েছে৷ 

এই সত্যি কথাটা অনেকদিন পর তথাগত বাবু জানালেন৷’ এর আগে শ্রাবন্তী দল ছাড়ার পর কৈলাস বিজয়বর্গীয়র নাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন, ‘শ্রাবন্তীকে দেখে মুখ থেকে প্রায় লালা ঝরছিল কৈলাসের৷ এই সব নেতার হাতে বিজেপির প্রার্থী চয়নের ভার ছিল৷’ সম্প্রতি হয়ে যাওয়া বিধানসভা ভোটের পরই বিজেপির একাধিক নেতা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল পাশাপাশি এই রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতির নিশানায়।  

Published By: Bipradip Das 


Share This

0 Comments: