শুভঙ্কর দত্ত তার দোকানের ছবি |
নিজস্ব সংবাদঃ উচ্ছে-বেগুন-পটল-মুলো বিক্রি করে সংসার চালান শুভঙ্কর দত্ত। পাশাপাশি তিনি কলেজে পড়েন। জানা যায়, শুভঙ্কর হুগলি কলিজিয়েট স্কুল থেকে পাশ করে চন্দননগর সরকারি কলেজে পড়াশোনা করেন। জানা যায়, বাবা মারা গেছে আগেই, আবার পড়াশুনা ও পেশাদার মৃৎশিল্পী না হয়েও কাজের ফাঁকে প্রতিমাও গড়েন। আগে তিনি সরস্বতী প্রতিমা গড়তেন। এখন কার্ত্তিক প্রতিমা গড়েন। আর সেই প্রতিমা দিয়েই পুজো হয় এলাকার কার্ত্তিক পুজো।
Published By: Bipradip Das
Categories:
হুগলি
0 Comments: