শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

Kolkata Civic Election: পুর-ভোটে বামেরা একাই লড়বে, জোট হবেনা আব্বাসের দলের সাথেঃ নরেন চট্টোপাধ্যায়

Kolkata Civic Election: পুর-ভোটে বামেরা একাই লড়বে, জোট হবেনা আব্বাসের দলের সাথেঃ নরেন চট্টোপাধ্যায়
বামের যুব লীগের রাজ্য সম্মেলন

ওয়েব ডেস্ক: আজ বামের যুব লীগের রাজ্য সম্মেলন আয়জন হয় ঝালদা হাট বাগান ময়দানে। সেখানে বক্তব্য রাখেন ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। তিনি বক্তব্য দিয়ে বলেন, "বিধানসভা নির্বাচনে বামেদের পরাজয় থেকে শিক্ষা নিতেই হবে। ফরওয়ার্ড ব্লক আদর্শে বিশ্বাসী। তাই জোট হবে না কংগ্রেস বা আই.এস.এফ এর সঙ্গে।”

অন্যদিকে কেন্দ্রে বিজেপি সরকারের সমালোচনা করতে গিয়ে নরেন বলেন, কেন্দ্র ভারতের সব বেসরকারীকরন করে দিচ্ছে। দেশে বাড়ছে বেকারত্বের সংখ্যা। পাশাপাশি রাজ্য সরকারকে কটাক্ষ সুরে বলেন, “এদিকে রাজ্য সরকার ও কম যায় না। ছেলেরা চাকরি পাচ্ছে না। বাংলার মাকে ৫০০ টাকা খয়রাতি দিচ্ছে। এতে দারিদ্রতা দিন দিন বেড়েই চলেছে। তিনি জোর করে বলেন দিতেই যদি হয় তাহলে পরিবার প্রতি পনেরো হাজার টাকা করে দিক রাজ্য সরকার। পারবে না কেউই পারবে না। তাই এই নীতির বিরুদ্ধে আজকে এক ঐক্য বদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে।”

Published By: Bipradip Das 


Share This

0 Comments: