হবু স্বামীর ছবি |
সজল দাশগুপ্তঃ কলকাতার এক মডেল তার হবু স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুললো। থানায় অভিযোগ দায়ের করার পরে অভিযুক্ত যুবক পলাতক। প্রসঙ্গত এই বিষয়ে জানা গিয়েছে ২৫ বছরের ওই মডেল জানায় যে কর্মসূত্রে সে যাদবপুরে থাকে। তার বাড়ি হল নদীয়া জেলায়। ফেসবুক সূত্রে অভিজিত সরদার নামে এক যুবকের সাথে তার আলাপ হয়। এই আলাপ ক্রমশ প্রেমে পরিণত হয়। আগামী ২৯ শে নভেম্বর তাদের বিয়ের দিন ঠিক আছে। এর মধ্যে ওই যুবক কিছুদিন মাস আগে ওই যুবতীকে দেখা করতে বলে।
যুবতী সেই মতো দেখা করতে যায় ওই যুবকের সাথে, কিন্তু গিয়ে দেখে ওই স্থানে যুবক ছাড়া আর কেউ নেই। এরপরে ওই যুবক জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে । এই ঘটনার কিছুদিন পর যুবতী অসুস্থ বোধ করে। মেডিকেল চেকআপ করলে জানতে পারে অন্তঃসত্ত্বা সে। তখন ওই যুবক বেঁকে বসে। সে ওই যুবতীকে ব্যাপারটি চেপে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। শুধু তাই নয় রীতিমত ভয় দেখায়, এমনকি তাকে শারীরিক নির্যাতনও করে। অভিজিত সরদার ও তার পরিবারের সদস্যরা ঘটনাটি চেপে যাওয়ার জন্য যুবতী ও তার পরিবারকে রীতিমতো চাপ দিতে থাকে। এরপরে ওই যুবতী সংলগ্ন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এই অভিযোগ দায়ের করার পর থেকেই অভিযুক্ত অভিজিত সরদার পলাতক।
0 Comments: