মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

নদীয়ার দুর্ঘটনা নিয়ে নবান্নের কঠোর নির্দেশ

নদীয়ার দুর্ঘটনা নিয়ে নবান্নের কঠোর নির্দেশ
দুর্ঘটনার চিত্র- 


ওয়েব ডেস্ক: সেদিন ঘটনাটি ছিল এমন। উত্তর ২৪ পরগণা থেকে ট্রাকে মরদেহ নবদ্বীপের উদ্দেশ্যে আসছিল শ্বশানে। ট্রাকে ৩৫-৪০ জন ছিল। এদিকে সামনে দিক থেকে মালবাহী ট্রাক আসে আসছিল। আর তাতেই হয় দুর্ঘটনা। ট্রাকে থাকা ১৯ জনের মৃত্যু হয়। এরপরই চরম শিক্ষা দিলো নদীয়া যে সড়ক নিরাপত্তা কতটা আরও পাকা করা দরকার ছিলো। নদীয়ার হাঁসখালিতে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এবার রাজ্য সরকার সড়ক নিরাপত্তা নিয়ে আরও কঠোর হতে চলেছে। 


এরপর দুর্ঘটনা হলে কীভাবে দ্রুত চিকিৎসা পাওয়া যায় তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে। নবান্ন থেকে জানানো হয়েছে, জেলায় জেলায় বিশেষ বৈঠক ডাকতে এমনটাই নির্দেশ রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেত্রীর। মমতা নবান্ন থেকে জানিয়েছে, রাস্তার পাশে যে, হাসপাতাল গুলি রয়েছে তাতে,"ট্রমা কেয়ার সেন্টার" করতে হবে। জেলায়-জেলায় কোথায় "ব্ল্যাক স্পট" রয়েছে তা খুঁজে বার করতে হবে পুলিশকে।  

  • Published By: Bipradip Das 


Share This

0 Comments: