ফাইল ছবি |
ওয়েব ডেস্ক: করোনা ভাইরাসের যেমন মারণ ক্ষমতা আছে তেমনি করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের মারণ ক্ষমতা কম। এমনটাই জানালেন আমেরিকান শীর্ষস্থানীয় এপিডিমিয়োলজিস্ট অ্যান্টনি ফাউচি। এছাড়াও বলেন, দক্ষিন আফ্রিকাতে করোনার সংক্রমণের সংখ্যা কমের দিকেই ছিল কিন্তু এখন রেখাচিত্র বদলে গেছে। এখন বেশীরভাগ ওমিক্রনে আক্রান্ত। এখন পর্যন্ত ৪০টি দেশে ওমিক্রন চিহ্নিত হয়েছে। তবে মৃত্যু খবর পাওয়া যায়নি।
অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে, ওমিক্রন কি দায়ী? অন্য দেশ থেকে নিজের দেশে ফেরার ফল নাকি দেশের মধ্যে ওমিক্রনের চোখরাংগানির লক্ষন! জানা গিয়েছে, অস্ট্রেলিয়াতেও ওমিক্রনের সন্ধান পাওয়া গেছে কিন্তু সেই ব্যাক্তিদের ক্ষেত্রে বিদেশে যাওয়া বা বিদেশ থেকে ফেরার কোনো ইতিহাস নেই। সূত্রের খবর, ইতিমধ্যে ইটালিতে যারা ভ্যাক্সিন নেননি তাদের উপর সরকারের কঠোর নিষেধাজ্ঞ জারি হয়েছে। জানা গিয়েছে তারা কোনো সিনেমা হল, থিয়েটার, বা সঙ্গীতের কোনও জমায়েত বা অফিসে-কলেজে ঢুকতে পারবেন না। বিশেষাজ্ঞদের ইঙ্গিত বা মত, যে ডেল্টার ভয় এতদিন পাচ্ছিল সবাই! তাকে সরিয়ে এবার ওমিক্রন দাপিয়ে বেড়াবে বিশ্বজুড়ে।
- Published By: Bipradip Das
Categories:
করোনা সংবাদ
0 Comments: