১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয় |
বিশ্বজিৎ নাথ: খড়দা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পিডির মোড় এলাকায় তৃণমূল কার্যালয়ে রবিবার রাতে উদ্দাম নৃত্য এক দলীয় কর্মীর। 'মেই খিলারি তু আনারী' হিন্দি ছবির টাইটেল সংগীতের তালে কোমর দুলিয়ে হাত-পা নেড়ে নাচতে দেখা গেল তৃণমূল কর্মী প্রদীপ মাহাতোকে। আর সেই উদ্দাম নৃত্যের ছবি মুহূর্তের মধ্যে ভাইরালও হয়ে গেল। অভিযোগ, দলীয় কার্যালয়ে টাঙানো রয়েছে নেতাজী থেকে শুরু করে গান্ধীজি, স্বামীজী ও কবিগুরুর ছবি। ওই সকল মনীষীদের প্রতিকৃতির সামনেই চলল হিন্দি গানের তালে উদ্দাম নৃত্য। বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি কিশোর করের অভিযোগ, ভিডিওতে দেখলাম মনীষীদের ছবির সামনেই উদ্দাম নৃত্যু করছেন এক তৃণমূল কর্মী। এই ঘটনার তীব্র নিন্দা করছি। যদিও স্থানীয় কো-অর্ডিনেটর অনিমেষ মুখার্জির দাবি, মানুষের সেবার জন্য পার্টি অফিসে। সেখানে কাউকে নাচতে দেখিনি। এমনকি নাচ ভাইরাল হবার ভিডিও দেখিনি।
(প্রমান ভিডিও আপলোড হবে কিছুক্ষন বাদে)
Published By: Bipradip Das
0 Comments: