রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

Bankura: কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগে বিজেপির পথ অবরোধ

bjp-blocks-road-in-bankura-for-today-Kolkata-municipality-polls
নিজস্ব গ্রাফিক্স (পথ অবরোধ বিজেপির)

অনিকেত বাউরি: কলকাতা কর্পোরেশন নির্বাচনে নির্বাচনের দিকে দিকে গোলমালের খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের সাথে সাথে বাঁকুড়া জেলাতে আন্দোলনে নামলো বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা এদিন বাঁকুড়া সদর শহর এর পাশাপাশি বাঁকুড়ার বিষ্ণুপুর, সোনামুখি ও ওন্দা বাজারে পথ অবরোধের সামিল হলো। আজ বাঁকুড়ার স্টেশন মোড় এলাকায়, বিষ্ণুপুরের এবং ওন্দাতে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দশ মিনিটের প্রতিটি অবরোধের শামিল হন বিজেপি কর্মী সমর্থকরা।

বিজেপি নেতৃত্বের দাবি, নির্বাচনের নামে কলকাতা কর্পোরেশনের নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। এখানে সকাল থেকেই সন্তাস, ছাপ্পা, বিজেপি প্রাথীকে মারধোর, মহিলার বিজেপি কর্মীদের শারীরিক হেনস্থা, শ্লীলতাহানী করা হয়েছে,চলেছে দেদার ছাপ্পা,বিজেপি বুথ এজেন্টকে জোর করে বুথে বসতে না দেওয়া হয়নি।সবক্ষেত্রেই পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে এমনটাই অভিযোগ বিজেপির নেতৃত্তের। পুলিশ নির্বাচন কমিশন এবং তৃণমূল কংগ্রেস একযোগে বিরোধীদের ওপর আক্রমণ করেছেন। এরই প্রতিবাদে আজ জেলার দিকে দিকে প্রতীকী পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে। এই নির্বাচনকে পুনর্নির্বাচন করতে হবে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিজেপি নেতৃত্ব।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: