শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

চাকুরী দেবার নামে প্রতরণা, ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে গেপ্তার ৭ জন

fraud-in-the-name-of-giving-a-job-in-khadrah
গেপ্তার সাত অপরাধি (নিজস্ব ছবি)

বিশ্বজিৎ নাথ: চাকুরি দেবার নাম করে ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে পুলিশের জালে মহিলা-পুরুষ মিলিয়ে সাতজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়দা থানার পানিহাটি আর এন টেগর রোডের ঘোষ বাড়ি ভাড়া একমাসের জন্য। বহিরাগতেরা ওই বাড়িতে ভিড় জমানোয় প্রতিবাদ জানায় পাড়ার লোকজন। অভিযোগ, দূরদূরান্ত থেকে বেকার যুবক-যুবতী এসে প্রতারনার শিকার হন। কয়েক লক্ষ টাকা হারিয়ে নেয় ভুয়ো কল সেন্টারের লোকজন। এরপর প্রতারিতরা শুক্রবার খড়দা থানায় অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওইদিন রাতে সাতজনকে গ্রেপ্তার করেছে। ভুয়ো কল সেন্টার চালানোর ক্ষেত্রে আর কারা জড়িত, তা পুলিশ খতিয়ে দেখছে।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: