উদ্ভোবন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি |
ওয়েব ডেস্ক: প্রতিবছরই ধুমধাম করে আয়োজন হয় কলকাতার পার্ক-স্ট্রিটের বড়োদিনের কার্নিভাল উৎসব। যদিও এখনও বড়োদিন আসতে হাতে চার দিন বাকী। সোমবার সন্ধ্যায় ঝলমলে আলোয় সেজে উঠেছিল পার্ক-স্ট্রিট। প্রতিবছরের মতো ধুমধাম ভাবে আয়োজন হলেও এবারে করোনা বিধি মেনেই পালন হবে বড়োদিনের কার্নিভাল উৎসব। এদিন কার্নিভাল উৎসব উদ্ভোবন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
উদ্ভোবন অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী |
তিনি বলেন, এই উৎসব রাজ্য সরকারের পর্যটন দফতরের উদ্যোগে, দুর্গাপূজার মতই সেলিব্রেশন করা হয় কলকাতায়, এই উৎসব যাতে রাজ্যবাসী উপভোগ করতে পারে সেই ব্যাপারে তিনি উদ্যোগী। আগামী দশ দিন ধরে চলবে এই উৎসব। মাঝে থাকছে সাংস্কৃতিক উৎসব। এখানে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীদের প্রতিভা প্রদর্শন করতে পারবে। করোনা বিধি মেনে এবার ফুড স্টল ও ফুড পার্ককে বাদ দেওয়া হয়েছে। কেননা করোনার মধ্যেই আবার ওমিক্রনের আতঙ্ক কলকাতা জুড়ে। ইতিমধ্যে রাজ্যে ১৭০ জন আক্রান্ত।
- Published By: BIPRADIP DAS
0 Comments: