মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

ভোট লুঠ, সন্ত্রাস ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে বামেদের ধিক্কার মিছিল পানিহাটিতে

protest-procession-of-leftists-in-panihati
বামেদের ধিক্কার মিছিল (নিজস্ব ছবি)

বিশ্বজিৎ নাথ: কলকাতা কার্পোরেশন নির্বাচনে ভোট লুঠ, রিগিং, সন্ত্রাস ও গণতান্ত্র হত্যার প্রতিবাদে মঙ্গলবার সন্ধেয় প্রতিবাদ সভা এবং ধিক্কার মিছিল করলো বামফ্রন্ট। এদিন পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে পানিহাটি পুরসভার সামনে প্রতিবাদ সভা আয়োজিত হল। সেই প্রতিবাদ সভা শেষে পুরসভার সামনে থেকে ধিক্কার মিছিল শুরু হয়ে বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে সোদপুর স্টেশনের কাছে মিছিল শেষ হয়। 

এদিনের প্রতিবাদ সভা ও মিছিলে হাজির ছিলেন পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী, আরএসপি নেতা পঙ্কজ দাস, ফরওয়ার্ড ব্লক নেতা স্বপন দাস, সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য, পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান চারণ চক্রবর্ত্তী, প্রাক্তন বিধায়িকা তানিয়া চক্রবর্তী, শুভব্রত চক্রবর্তী, মানিক পাল, অদ্বৈত পাল-সহ অন্যান্য নেতৃবৃন্দ। পানিহাটি বামফ্রন্টের আহবায়ক দুলাল চক্রবর্তী এদিন ক্ষোভের সঙ্গে বলেন, গত ১৯ ডিসেম্বর কলকাতায় ভোটের নামে লুঠ উৎসব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় লুঠেদের হাতে কলকাতা শহরকে তুলে দিলেন। আগামীদিনে এর জবাব মমতাকেই দিতে হবে।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: