প্রয়াত সুব্রত মুখার্জির বোন |
ওয়েব ডেস্ক: সম্প্রতি প্রয়াত সুব্রত মুখার্জির বোনকে দাঁড় করেছিল তৃণমূল কলকাতা ৬৮ নম্বর ওয়ার্ডে পুর-ভোটে। কিন্তু প্রতিক দেওয়ার পরও প্রত্যাহার করে নেওয়া হয়। সেই ওয়ার্ডে সুদর্শনা মুখার্জিকে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। কিন্তু এদিকে সুব্রত বোন অগত্যা নির্দল প্রার্থী হিসেবে বুধবার মনোনয়ন জমা দিলেন। এই ঘটনা প্রসঙ্গে পরিবহন মন্ত্রী বলেন, ‘নিজের সম্মান নষ্ট করবেন না। নির্দল হিসেবে দাঁড়িয়ে কী করবেন? জিততে পারবেন না। তার চেয়ে নাম প্রত্যাহার করুন। নিজের সম্মান নিয়ে একটু ভাবুন।’
সুব্রত মুখার্জির বোনের প্রসঙ্গে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার জানিয়েছেন, ‘৪ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রত্যাহার না করলে তনিমা চ্যাটার্জি-সহ নির্দল প্রার্থীদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেওয়ার কথা ভাববে।’
Published By: Bipradip Das
Categories:
পশ্চিমবঙ্গ রাজ্য
0 Comments: