মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

Crime News: লেক টাউনে গাঁজা-সহ ধৃত ২

Crime News: লেক টাউনে গাঁজা-সহ ধৃত ২
লেকটাউন পুলিশ থানা

বিশ্বজিৎ নাথ: লেকটাউন  যশোর রোডে নাকা তল্লাশিতে উদ্ধার প্রচুর পরিমানে গাঁজা। গতকাল নাকা তল্লাশির সময় লেক টাউন থানার পুলিশ সন্দেহবশত কলকাতাগামী একটি মিনি ট্রাককে আটকায়। তারপর  গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রচুর গাঁজা উদ্ধার করে। সেইসঙ্গে পুলিশ গাঁজা পাচারকারী সৌগত মন্ডল ওরফে কালু এবং অমিত মণ্ডলকে গ্রেফতার করেছে। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে খতিয়ে দেখছে মাদকদ্রব্য কোথা থেকে আনা হচ্ছিল এবং সেগুলো কোথায় পাচার করা হত। পাশাপাশি মাদক পাচার চক্রে আর কারা জড়িত, তা-ও তদন্ত  করে দেখছে লেক টাউন থানার পুলিশ।

Crime News: লেক টাউনে গাঁজা-সহ ধৃত ২
উদ্ধার হওয়া গাঁজা

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: