ওয়েব ডেস্ক: করোনা বর্তমানে সাধারণ মানুষের পাশাপাশি হেভিওয়েটদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে। সাংসদ,ক্রিকেটার,মন্ত্রী,নেতা এমনকি অভিনেতা-অভিনেত্রীদেও নয়! এবার নিজের বাড়িতে বসেই করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী। নিজেই সেই খবর টুইট করে জানিয়ে দেয়। তিনি লিখেছে,"আমি করোনা পরীক্ষা করাতেই রিপোর্ট পজিটিভ আসে। আমি বাইরে কোনো সমাবেশ বা বাড়ির বাইরে বের হয়নি তবুও পজিটিভ! কারও সংস্পর্শে আসিনি আমি, করোনা আমাকে যথেষ্ট ভাবে কাবু করেছে"। এখন মিমি ডাক্তারদের পরামর্শে নিজের বাড়িতেই আইসোলশনে রয়েছেন।
- Published By: BIPRADIP DAS
Categories:
করোনা সংবাদ
পশ্চিমবঙ্গ রাজ্য
0 Comments: