শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

Malda News: আইসিডিএস সেন্টারে ফের পোকা ধরা চাল বিতরণ

distribution-of-re-infested-rice-at-icds-center
চিত্র: পোকা ধরা চাল বিতরণ

বিশ্বজিৎ মন্ডল, মালদা: যেখানে বারবার মুখ্যমন্ত্রী আইসিডিএস নিয়ে তৎপর তারপরেও নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ উঠল এক আইসিডিএস সেন্টারে বিরুদ্ধে। জানা যায় মালদা জেলার মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুর গ্রামের এক আইসিডিএস সেন্টারের পোকা ধরা চাল অালু বিতরণ করা হয় অভিভাবকদের মধ্যে আর সেই দেখাতেই সেখানকার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে। যার জেরে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার স্থানীয় মহিলারা ও। এদিন ওই আইসিডিএস সেন্টারের খাদ্য সামগ্রী নিতে এসে ওই খাদ্য সামগ্রী দেখতে পেয়ে ক্ষোভের মুখে পড়তে হয় আইসিডিএস কর্মী পঞ্চমী মন্ডল। তাদের দাবি এই সমস্ত নষ্ট খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে ওই আইসিডিএস সেন্টারের। সেখানকার মহিলারা জানান যদি ওই খাদ্য সামগ্রী বাচ্চাদের দেওয়া হয় তারা অসুস্থ হয়ে পড়তে পারবে তাদের আরও দাবি এই খাদ্য সামগ্রী যদি ঠিকঠাক না দেওয়া হয় তাহলে আমরা এই  বিক্ষোভ চালিয়ে যাব।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: