বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

দফায় দফায় দুষ্কৃতী হামলা ভাটপাড়ায়, চলল গুলি, আতঙ্কে এলাকাবাসী

evil-attack-on-bhatpara-in-west-bengal
দুষ্কৃতী হামলা ভাটপাড়ায়

বিশ্বজিৎ নাথ: দফায় দফায় দুষ্কৃতী হামলা ভাটপাড়া থানার কেউটিয়া পালপাড়ায়। পরপর তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা এবং দুটি বাইক ভাঙচুর চালিয়ে চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। রবিবার রাতে এই ঘটনায় চরম আতঙ্কে কেউটিয়ার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঞ্জিত বিশ্বাসের বাড়ির পুকুর পাড়ে মলত্যাগ করছিল পাশ্ববর্তী গঙ্গা ইঁট ভাটার বাসিন্দা গুড্ডু। তখন রঞ্জিত বাবু প্রতিবাদ করে। ফোন করে গুড্ডু বন্ধুদের ডাকিয়ে আনে। দুপক্ষের মধ্যে মারপিট হয়। রাতে গুড্ডু দলবল নিয়ে রঞ্জিতের বাড়িতে চড়াও হয়। রঞ্জিতকে ওরা এলোপাথাড়ি পেটায়। ভাইকে বাঁচাতে এসে আক্রান্ত দিদি শঙ্করী পাল। অভিযোগ, শঙ্করী দেবীর ছেলে স্নেহাংশু পালকে গুলি করার চেষ্টা করে দুস্কৃতিরা। স্নেহাংশু কলকাতার জর্জ টেলিগ্রাফ কলেজের আটো মোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র। ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ।

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: