সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

রাজ্যপালের উপর অতীষ্ঠ হয়েই টুইটারে ব্লক করলেন মমতা

mamata-banerjee-blocks-jagdeep-dhankhar-on-twitter
চিত্র: টুইটারে ব্লক রাজ্যপালকে মমতার

ওয়েব ডেস্ক: রাজ্যপাল জগদীপ ধনখড়ের উপর অতিষ্ঠ হয়েই মমতা ব্যানার্জি টুইটারে ব্লক করে দিলেন। মমতার যুক্তি রাজ্যপাল নিত্যনতুন দৈনিক পোষ্ট করে রাজ্য সরকারের বিড়ম্বনা সৃষ্টি করে। সোমবার এদিন সাংবাদিক বৈঠক করে পরিস্কার জানিয়ে দেন, "আমি দুঃখিত! এটা বলার জন্য, কিন্তু বাধ্য হয়েই এমন করেছি। রাজ্যপাল কখনও আমাকে উদ্দেশ্যে করে টুইট করে আবার কখনও অফিসারদের নিয়ে টুইট করেন। 

বিরক্তি এসে গেছে ওনার টুইটে! যে টুইটগুলো করা উচিত না সেগুলো উনি করতেন। এগুলো অমানবিক। আমি প্রধানমন্ত্রীকে এই বিষয়ে চার বার চিঠি করেছি। উনি সবাইকে ভয় দেখাচ্ছে সিআইডি থেকে কলকাতা পুলিশের সিপি,ডিসি,মুখ্যসচীব সবাইকে। উনি নিজেকে কি ভাবেন! বাংলার মানুষ মাথা নত করে চলেনা"।   

  • Published By: BIPRADIP DAS


Share This

1 টি মন্তব্য:

  1. What is a Make Money? - Work Tomake Money
    The online gambling industry is growing more rapidly than ever, with over two decades of experience and an impressive set of หารายได้เสริม online gambling platforms

    উত্তরমুছুন