সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

স্কুল-কলেজ খোলার দাবিতে পথ অবরোধ বাম-ছাত্র সংগঠন এসএফআই

sfi-blocked-the-road-demanding-opening-of-school-college
চিত্র: পথ অবরোধ বাম-ছাত্র সংগঠনের

বিশ্বজিৎ নাথ: রাজ্যে স্কুল-কলেজসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। চুঁচুড়া, বারাসাত, বোলপুর সহ রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেন বাম ছাত্র সংগঠন এসএফআই। করোনা অতিমারীর সময়কাল থেকেই বন্ধ রাজ্যের সমস্ত স্কুল কলেজ। ধীরে ধীরে সমস্ত ব্যবস্থা শিথিল হলেও এখনো বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। 

আরও খবর, পৌরসভার অনেক জায়গাতেও "নারায়ণ ভান্ডার" চালু হয়েছে: উদয়ন গুহ

অনলাইন ছেড়ে ক্লাসরুমে শিক্ষাব্যবস্থা চালুর দাবিতে এদিন সোদপুর ট্রাফিক মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ভারতের গণতান্ত্রিক ছাত্র ফেডারেশনের কর্মীরা। প্রায় ৩০ মিনিট পরে তারা অবরোধ চলার পর খড়দহ থানার পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে দেয়। এরপর তারা পানিহাটি পৌরসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। ভারতের গণতান্ত্রিক ছাত্র ফেডারেশনের রাজ্য কমিটির সদস্যা তানিয়া মিত্র বলেন, পানশালা ও সিনেমা হল খোলা। অথচ স্কুল-কলেজ বন্ধ। অবিলম্বে স্কুল-কলেজ খোলা না পর্যন্ত তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: