রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

Barrackpore: জি.আর.পি থানার কাছেই পড়ে রইল ভিক্ষুকের মৃতদেহ, উদাসীন প্রশাসন

the-corpse-of-a-beggar-was-lying-near-the-grp-police-station-the-administration-was-indifferent
থানার কাছেই ভিক্ষুকের মৃতদেহ

ওয়েব ডেস্ক: ব্যারাকপুর রেল স্টেশনের বাইরে ১ নম্বর প্ল্যাটফর্মের ওপর অবস্থিত জি.আর.পি থানার কাছেই কয়েক ঘন্টা পড়ে রইল আনুমানিক ৭০ বছরের এক ভিক্ষুকের মৃতদেহ।  রবিবার সকালে বিশালাকার বকুল গাছের তলায় ভিক্ষুকের মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় দোকানদারেরা। তারাই ব্যারাকপুর জি আর পি থানা এবং টিটাগড় থানার পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জিআরপি ও টিটাগর থানার পুলিশ আধিকারিকরা। কিন্তু দীর্ঘক্ষন মৃতদেহ পড়ে থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। মৃতদেহের ওর মাছি ভিনভিন করছে।  আর সেই মৃতদেহের পাশ দিয়েই যাত্রীরা হেঁটে এক নম্বর প্ল্যাটফর্মে উঠছেন। স্থানীয় এক দোকানদার জানান, সম্ভবত ভোরের দিকে ওই ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এদিন সকালে তিন-চার ঘন্টার বেশি সময় ধরে ব্যারাকপুর রেল স্টেশনের বাইরে মৃতদেহটি পড়েছিল। যদিও ব্যারাকপুর জি আর পি থানার পুলিশ অবশেষে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: