শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

বাংলার যুব সমাজকে অধিক মুনাফার ড্রাগন চাষের ব্যবসার পথ দেখাচ্ছে এগ্রো এন্ড মিনারেল সংস্থা

the-lucrative-business-of-dragon-farming is-showing-the-way-to-the-youth-of-bengal
নিজস্ব ছবি (প্রশিক্ষণ কর্মসূচী)

ওয়েব ডেস্ক: ড্রাগন দিয়ে ২২ রকমের ঔষুধ তৈরি হয়। এই ফল প্রায় ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়। এই ফল খেলে হাড়, দাত, স্নায়ুর অসুখ ও রক্তল্পতা থেকে রক্ষা পাওয়া যায়। তাই গম-ভুট্টা চাষ করার পাশাপাশি ড্রাগন চাষ করা বড়োই লাভজনক। ইউটিউব ঘাঁটলে এই ফলের চাষ পদ্ধত্বির ভিডিও অনেক পাওয়া যায়। বাজারে ড্রাগন ফলের অনেক চাহিদা রয়েছে। বেশিও খরচ হয়না। এক কথায় যেমন চাহিদা তেমনি মুনাফাও। ড্রাগন ফলের গাছ ক্যাক্টাস জাতীয় হলেও যেকোনো পরিবেশ বা মাটিতে অনায়াসেই চাষ করা যায়। এই গাছে পোকার আক্রমণ বা গাছের সাধারণ কোনো রোগ হয়না। ফলে যেকোনো পরিস্থিতিতেই ক্ষতির সম্মুখিন হওয়ার আশঙ্কাও নেই। একবার গাছ লাগিয়ে নিলে এই গাছ ৩০ বছর তো বাঁচবেই পাশাপাশি ভালো যত্ন নিলেই ৪০ বছর পর্যন্ত বাঁচে। 

fast-commerce-india

এখন শুধু গ্রামের কৃষকরাই নয় এই বিকল্প চাষের প্রতি আগ্রহ প্রকাশ! বেকারত্ব যেভাবে রাজ্যে বেড়েই চলেছে তাতে শিক্ষিত যুবকেরা ভিন-রাজ্য কিংবা দেশের বাহিরে পা দিয়েছে। কিন্তু বর্তমানে শহরের যুবকেরাও এই বিকল্প চাহিদা সম্পন্ন চাষের প্রতি তারাও আগ্রহ দেখিয়েছে। তেমনি এগ্রো এন্ড মিনারেল কোম্পানি ও মার্কেটিং এক ভারতীয় সংস্থা "Fast Commerce"(fcindia.in) -এর যৌথ উদ্যোগে ড্রাগন ফল চাষ সম্পকে সঠিক ধারনার জোগান দিতেই ভারতের বিভিন্ন প্রান্তে জেলা-জেলায় গ্রামগঞ্জ তো বটেই! শহরে প্রশিক্ষনের মাধ্যমে বেকার যুব সমাজকে এক চাহিদা সম্পন্ন অধিক মুনাফার ব্যবসার সম্মুখীন করার চেষ্টা করে চলেছে। এরা দক্ষিণ ২৪ পরগণা জেলার একাধিক স্থানে সব মিলিয়ে শতাধিক চাষিদের নিয়ে ড্রাগন চাষের ক্যাম্প করা হয়েছে। 

the-lucrative-business-of-dragon-farming is-showing-the-way-to-the-youth-of-bengal
Fast Commerce সংস্থার প্রশিক্ষণ ক্যাম্প

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: