ছবি: রাজ্য নির্বাচন কমিশন |
ওয়েব ডেস্ক: অবশেষে ভোট পিছিয়ে দিতে রাজ্য সরকার সবুজ সঙ্কেত দিলো নির্বাচন কমিশনকে। এমনটাই জানা যাচ্ছে নবান্ন সূত্রে। সিদ্ধান্ত ছিলো ২২-শে জানুয়ারি চার পৌরসভার ভোট হবে, আসানসোল,চন্দননগর,বিধাননগর,শিলিগুড়ি। আমরা জানি, ভোটের দিনক্ষণ ঘোষণা করার আগে নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছে আলোচনা করেই তারপর ভোটের দিনক্ষণ ঠিক করেন রাজ্য নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতি প্রসঙ্গ উল্লেখ করে নবান্ন নির্বাচন কমিশনকে চিঠি করে জানায়, নির্বাচন কমিশন ভোট পিছিয়ে দিতে পারেন। এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা সরকারীভাবে ঘোষণায়। জানা গিয়েছে, আজ শনিবারই দুপুরের দিকে নির্বাচন কমিশন ঘোষণা করতে পারেন ভোট পিছিয়ে দেওয়া বিজ্ঞপ্তি বিষয়ে।
Published By: BIPRADIP DAS
Categories:
পশ্চিমবঙ্গ রাজ্য
শিলিগুড়ি
হুগলি
0 Comments: