বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

মুখ্যমন্ত্রীর জন্মদিনে ভাটপাড়া হাসপাতালে রোগীদের মধ্যে ফল-দুধ-মিষ্টি বিতরণ তৃণমূলের

trinamool-distributed-fruits-milk-and-sweets-among-the-patients-at-bhatpara-hospital-on-the-chief-minister-mamata-banerjee-birthday
নিজস্ব ছবি (ভাটপাড়া হাসপাতাল)

বিশ্বজিৎ নাথ, ব্যারাকপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৬ তম জন্মদিনে বুধবার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে ফল-দুধ-মিষ্টি বিতরণ করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কোভিড বিধি মেনেই এদিন সেবামূলক কর্মকান্ডে ভাটপাড়া-১ ও ২ তৃণমূল সভাপতি যথাক্রমে দেবজ্যোতি ঘোষ ও জিতেন্দ্র সাউ, তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পান্ডে, অমিত গুপ্তা, জীবন চৌধুরী, জয়ন্ত পাল ও মহিলা নেত্রী সর্বরী চৌধুরী প্রমুখ। এদিন দুইজন প্রতিবন্ধীকে ট্রাই-সাইকেল উপহার দেওয়া হয়। তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পান্ডে দাবি করলেন, দেশের রাজনীতিতে দলীয় নেত্রী আগামীদিনে দিশা দেখবেন। পাশাপাশি অশুভ শক্তি বিনাশে মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: