বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

টিটাগড়ের ২১ নম্বর ওয়ার্ড থেকে বিনা লড়াইয়ের জয়ী তৃণমূল প্রার্থী সুরেশ প্রসাদ

Trinamool-Congress-candidate-Suresh-Prasad-wins-unopposed-from-Ward-No-21-of-titagarh-municipality
চিত্র: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃনমূলের

বিশ্বজিৎ নাথ: টিটাগড় পুরসভার ২১ নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরেশ প্রসাদ। মনোনয়ন জমা দেবার পর বৃহস্পতিবার তিনি ব্যারাকপুর প্রশাসনিক ভবনে স্কুটিনি করতে গিয়েছিলেন। প্রশাসনিক ভবনে গিয়ে তিনি জানতে পারেন, তার বিরুদ্ধে কোনও দলই প্রার্থী দেয়নি। ফলত, বিনা যুদ্ধে জয়ী সুরেশ বাবু। প্রশাসনিক ভবন থেকে এলাকায় ফিরতেই দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে সবুজ আবীর খেললেন সুরেশ প্রসাদ। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, মানুষের চাহিদা অনুযায়ী ওয়ার্ডের উন্নয়ন করবো। মানুষজনের সমস্যা শুনে চটজলদি তা সমাধানের চেষ্টা করবো।

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: