শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

বিড়ি কিনে রেল লাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু

he-died-after-being-hit-by-a-train-while-crossing-the-railway-line-after-buying-a-bidi
চিত্র: ট্রেনের ধাক্কায় মৃত্যু ব্যারাকপুরে

বিশ্বজিৎ নাথ: বিড়ি কিনে রেল লাইন পারাপার করতে গিয়ে হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মাঝবয়সী ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নিউ বারাকপুর স্টেশনের কাছে। মৃতের নাম গৌতম হাজরা ( ৫০)। তিনি নিউ ব্যারাকপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের পূর্ব স্টেশন রোডের বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চা খাওয়ার পর ওই ব্যক্তি রেললাইন পেরিয়ে বিড়ি কিনে ফিরছিলেন।  শিয়ালদহগামী ডাউন ১-৪০ মিনিটের গ্যালপিং হাসনাবাদ লোকালের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বারাসত জিআরপি থানার পুলিশ  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তি নার্ভের রোগী ছিলেন।

Published By: BIPRADIP DAS 


Share This

0 Comments: